Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Police : অতর্কিতে অভিযান চালিয়ে জুয়ার ঠেক ঠেকে গ্রেপ্তার দুই

WB Police : অতর্কিতে অভিযান চালিয়ে জুয়ার ঠেক ঠেকে গ্রেপ্তার দুই 

POLICE AND GAMBLER


খনি অঞ্চলের রোনাই এলাকায় গত কয়েকদিন ধরেই পীর বাবার মেলার সময়কাল থেকেই একটা অভিযোগ আসছিল এলাকায় চলছে একটি জুয়ার ঠেক। আর সেই অভিযোগ পাওয়ার পর বিস্তর খোঁজ তল্লাশি করেও খোঁজ মেলেনি এই জুয়াচক্রের।

এবার শেষমেষ রানীগঞ্জের রোনাই এলাকার কারবালা অঞ্চলে শনিবার রাত্রে পুলিশ জুয়ার ঠেকে জুয়া খেলা চলছে, এই খবর পেয়ে পুলিশের একটি দল গোপনে, অতর্কিতে অভিযান চালিয়ে রোনাইয়ের কারবালা গ্রাউন্ড এলাকায় জুয়ার ঠেকে হানা দিলে 10 থেকে 12 জনের একটি জুয়াড়ির দল ওই জোয়ার ঠেক ছেড়ে চম্পট দিলেও, দুই জুয়াড়িকে ঘটনা স্থল থেকে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ।

জানা গেছে ধৃতরা সংলগ্ন এলাকারই বাসিন্দা মহসিন খান ও ছোট্ট আনসারী। পুলিশ ওই জুয়ার ঠেকে হানা দিয়ে 1260 টাকা বোর্ড মানি উদ্ধার করেছে।

আগামীতেও যাতে এই সমস্ত এলাকায় জুয়ার চক্র গজিয়ে না ওঠে, তার জন্য বারংবার অভিযান চালানো হবে বলেই জানা গেছে প্রশাসন সূত্রে। রবিবারই পুলিশ ধৃত ওই দুই অভিযুক্ত কে আসানসোল জেলা আদালতে পাঠায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code