Job : বেকার যুবকদের চাকরির দাবিতে  ঘেরাও কর্মসূচি


youth on road



রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

আসানসোলে ভারতীয় জনতা পার্টির বারাবনি যুব মোর্চার ডাকে বেকার যুবকদের চাকরির দাবিতে এক ঘেরাও কর্মসূচি পালন করা হয়। রবিবার সালানপুর এরিয়ার ইসিএলের বনজেমারী কয়লা খনির বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা ডেকো কোম্পানিতে কাজের দাবিতে এই ঘেরাও কর্মসূচি করা হয়।

এদিন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেন্দুয়া থেকে বনজেমারী পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে তারা ডেকো কোম্পানির অফিস ঘেরাও করে। মিছিলে উপস্থিত হন বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি সন্তোষ মুখার্জী সহ বিভিন্ন যুব নেতৃত্ব।

জেলা যুব মোর্চার সভাপতি সন্তোষ মুখার্জী অভিযোগ করেন স্থানীয় বেকার যুবক দের বা যোগ্যতা অনুযায়ী চাকরি না দিয়ে,শাসক দলের কিছু নেতাদের টাকা দিয়ে চাকরি দেওয়া হচ্ছে।আমার ভেবে ছিলাম তারা আমাদের সঙ্গে কথায় বলবে না।কিন্তু আজ আমাদের জয় হয়েছে আমাদের দেওয়া স্মারকলিপি তারা গ্রহণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন তারা এই সমস্যার সমাধান করবেন।

প্রায় ঘন্টা খানেকের ঘেরাও কর্মসূচি শেষে ওই বেসরকারি কয়লা উত্তোলন সংস্থার সাইড ইনচার্জ মুকেশ যাদবের হাতে এদিন যুব মোর্চার পক্ষ থেকে এক স্মারকলিপিও তুলে দেওয়া হয়।তবে মুকেশ যাদব জানিয়েছেন,তিনি ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলবেন।একই সাথে আগামী ১০ তারিখের মধ‍্যে এই সম‍্যসার সমাধানের চেষ্টা করবেন।

তবে এই প্রসঙ্গে তৃণমূল নেতা শশীভূষণ পান্ডে বলেন বিজেপি মিথ্যা প্রচার করছে।তারা মিথ্যা ছাড়া কিছুই জানে না।এলাকার মানুষ জানে আসল সত্য কি।কাউকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে না।যত দূর আমাদের জানা রয়েছে যারা পুরনো বেসরকারি সংস্থায় কাজ করতো সেই কর্মীদের ডেকো কোম্পানিতে কাজ করানো হচ্ছে।আর এতে সমস্ত ব্লকের বেকার যুবকরা আছে।তবে টাকার গল্প বা কাজের গল্প কোথায় আসছে।