ট্যুরিজম স্পট করার দাবিতে ইয়ংটং পাহাড়ী এলাকার বাসিন্দারা দেখা করলেন জেলা শাসকের কাছে


পাহাড়


 Yongtong : পাহাড়ি এলাকার উন্নয়নের দাবিতে জেলা শাসকের কাছে দাবি পেস করল সামসিং ইয়ংটং এর অধিবাসীরা । তারা জলপাইগুড়ি জেলার মেটলি থানার অন্তর্গত এই পাহাড়ী এলাকার প্রায় চার হাজার মানুষ বসবাস করে এখানে।

এই জায়গায় রয়েছে একটি পাহাড়ি রাস্তা যা চলাচলের একদম অনুপোযোগী। ইয়ং টং, এলাকার বাসিন্দারা আজ তাই ঐ জায়গায় উন্নয়নের জন্য সরকারের তরফে পিকনিক স্পট ছাড়াও ট্যুরিজম স্পট হবার দাবি নিয়ে জেলা শাসকের সাথে দেখা করতে আসেন ।

একাকার এক বাসিন্দা বলেন ইয়ং টং একটি সুন্দর পাহাড়ি জায়গা। অনেক পর্যটক আসে দূরদূরান্ত থেকে কিন্তু রাস্তার হাল বেহাল। তাই ফিরে যায় অনেক মানুষ। তাই এখানে পিকনিক স্পট করলে ঐ এলাকার উন্নয়ন হবে।

ভাস্কর্য দাস বলেন এখানে পিকনিক স্পট ছাড়াও ট্যুরিজম স্পট হতে পারে। তাহলে ঐ জায়গার উন্নয়ন ছাড়াও এলাকার বাসিন্দারা উপকৃত হবে।