ব্যাঙ্কের লকারে রাখা কয়েক লক্ষ নোট, সম্পত্তির কাগজ খেয়ে ফেললো উঁইপোকা !
Punjab National Bank : উদয়পুর শহরের কালাজি গোরাজি এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) শাখা থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। লকারে রাখা লক্ষাধিক টাকার নোট ও সম্পত্তির কাগজপত্র খেয়ে ফেলেছে উইপোকা। উদয়পুর শহরের কালাজি গোরাজিতে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লকারে রাখা দুই লাখ পনের হাজার টাকার নোট খেয়ে ফেলেছে উইপোকা।
265 নম্বর ব্যাঙ্ক লকারের মালিক সুনিতা মেহতা যখন তার লকারে পড়ে থাকা টাকা তুলতে যান, তখন দেখেন সমস্ত টাকা উইপোকা খেয়ে ফেলেছিল। লকারে উইপোকা দেখতে পেয়ে তিনি ব্যাঙ্ক ম্যানেজমেন্টকে খবর দেন।
কাপড়ের ব্যাগে দুই লাখ টাকা, ব্যাগের বাইরে রাখা ছিল ১৫ হাজার টাকা। ব্যাঙ্ক ম্যানেজার ক্ষতিগ্রস্থ সেই 15,000 টাকা পাল্টে দিলেও, সুনিতা দেবী বাড়িতে গিয়ে যখন নোট ভর্তি ব্যাগটি খোলেন তখন দেখতে পান ব্যাগের ভেতরের টাকাও আস্ত রাখেনি উইপোকা।
ব্যাঙ্ক ম্যানেজমেন্ট (Punjab National Bank) লকারের চারপাশে অ্যান্টি-টেমাইট ওষুধ ছিটিয়ে দেয়। বাকি লকার হোল্ডারদেরও ব্যাঙ্কে ডাকা হচ্ছে লকার খুলতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊