ভয়াবহ অগ্নি কান্ডে পুড়ে ছাই টেলিফোন এক্সচেঞ্জ
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
ভয়াবহ অগ্নি কান্ডে পুড়ে ছাই শক্তিগড়ের বড়শুল টেলিফোন এক্সচেঞ্জ।কালো ধোঁয়ার ঢেকে গেলা গোটা এলাকা।দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।ঘটনাস্থলে বর্ধমান 2 ব্লক আধিকারিক ও শক্তিগড় থানার পুলিশ।অগ্নি কান্ডের কারন এখন ধোঁয়াশা।
পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার অন্তর্গত বড়শুল টেলিফোন এক্সচেঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ড।এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে কালো ধোঁয়ার ঢেকে যায় গোটা এলাকা।আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কি ভাবে এই অগ্নিকাণ্ড,সে বিষয়ে খোঁজ শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।
বর্ধমান 2 ব্লক আধিকারিক সুর্ভনা মজুমদার বলেন হঠাৎই জানতে পারলাম এখানে আগুন লেগেছে।এক্সচেঞ্জের ভিতরের কেবল পুড়েছে।একটি টাওয়ার ছিলো সেটিও পুড়েগেছে।ভিতরে অনেক নতুন পাইপ ও কেবিল থাকার কারনে ভয়াবহ রুপ ধারণ করেছে এই আগুন এমনটাই জানালেন বর্ধমান ২ ব্লক আধিকারিক সুর্ভনা মজুমদার।
মঙ্গলবার অফিস চলাকালীন হঠাৎই আগুন লাগে বর্ধমান ২ ব্লকের বড়শুল টেলিফোন এক্সচেঞ্জে।সেই সময় অফিসে এক কর্মী কাজ করছিলেন।হঠাৎই আগুন দেখে অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।মূহুর্তের মধ্যে ভয়াবহ রুপ ধারণ করে এই আগুন। আগুনের কালো ধোঁয়ার ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভাতে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। আগুনের তাপ বেশী থাকার কারনে ধারে কাছে পৌঁছতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয়।অগ্নিনির্বাপক কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলের দুটি ইঞ্জিন।দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনের দাপটে ক্ষতি হয়েছে স্থানীয় বেশ কিছু দোকান।আগুনে পুড়ে টেলিফোন এক্সচেঞ্জের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র।তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার জানান হঠাৎ করে এত বড় কি করে দুর্ঘটনা ঘটে গেল সঠিকভাবে জানা যায়নি।তবে গোটা এলাকার মানুষ আতঙ্কই দোকান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊