Latest News

6/recent/ticker-posts

Ad Code

Saheen Afridi-Ansha Afridi Marriage: প্রাক্তন পাক অধিনায়ক আফ্রিদির মেয়ের সঙ্গে নিকাহ্ করলেন শাহিন, দেখুন বিয়ের জমকালো ছবি

প্রাক্তন পাক অধিনায়ক আফ্রিদির মেয়ের সঙ্গে নিকাহ্ করলেন শাহিন, দেখুন বিয়ের জমকালো ছবি


Saheen - Ansar



প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন শাহিন আফ্রিদি। শুক্রবার করাচিতে ধূসর রঙের লেহেঙ্গা ও হালকা গোলাপি ওড়নায় আনশা আফ্রিদি ও ধূসর রঙের শেরওয়ারিতে ধরা দেন পাক পেসার শাহিন। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বর্তমান পাক অধিনায়ক বাবর আজম।

Saheen




এছাড়াও উপস্থিত ছিলেন পাক তারকা সরফরাজ খান, শাহদাব খান, নাশিম শাহ-সহ অনেকে। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অনেক ছবিই। একটি ভিডিওতে দেখা যায় পাকিস্তান দলের অন্যতম সেরা সম্পদ শাহিনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাতে দেখা যাচ্ছে পাক অধিনায়ককে।

Ansha



শাহিদ আফ্রিদি দ্বিতীয় মেয়ে আনশার জন্য শাহিনকে পছন্দ করেছেন তা অনেক আগেই জানা গিয়েছিল। ২০২১ সালেই এখবর সামনে আসে। তারপর চার হাত এক হওয়ার অপেক্ষায় ছিল সকলেই। অবশেষে সেই প্রতীক্ষার অবসান।




দেশের জার্সি গায়ে পাকিস্তানের ক্রিকেট টিমের সদস্য শাহিন। পাক পেস গরিমাকে বহন করে নিয়ে চলেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে মোট ১০৪টি ম্যাচে ২১৯টি উইকেট তাঁর ঝুলিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code