Sagardighi By Election 2023 Live Update : সাগরদিঘি উপনির্বাচনে বহিরাগত প্রবেশ ঘিরে উত্তেজনা



girl cast vote



সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা রয়েছে রাজনৈতিক মহলে। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৪৭ হাজার। রয়েছে ২৪৬টি ভোট গ্রহণ কেন্দ্র। সবকটিই ভোট গ্রহণ কেন্দ্র কেই স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।

people

সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ওই এলাকায় একাধিক নাকা চেকিং পয়েন্ট গড়ে তোলা হয়েছে । শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে।


সাগরদিঘি বিধানসভা নির্বাচনে এবার ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তিনটি দলের মধ্যে। তাই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ও বিজেপি প্রার্থী দিলীপ সাহার মধ্যে বলেই জানাযাচ্ছে।



এই তিন প্রার্থী ছাড়াও আজকের উপনির্বাচনে আমরা বাঙালির ড. ধনঞ্জয় ব্যানার্জি, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির রবীন্দ্র কুমার পণ্ডিত, এসডিপিআইয়ের মুহাম্মদ মণিরুজ্জামান ছাড়াও আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

public

সব মিলিয়ে সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে রাজ্য রাজনীতি চিন্তায় রয়েছে । ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরি, বিজেপির শুভেন্দু অধিকারীকে এই উপনির্বাচন নিয়ে মাঠে নামতে দেখা গেছে।


যদিও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মাত্র ২৬.২৩ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস ও সিপিএমের ভোট কাটাকাটির দৌলতে জয়ী হয়েছিলেন সুব্রত সাহা। এবার শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্র জানাচ্ছে, এলাকার গরিব ও যুব শ্রেণি কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের পক্ষে ঝুঁকে পড়ায় তৃণমূল জয়ের ব্যাপারে দ্বিধায়। তাই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি উপনির্বাচন নিয়ে বলেছেন, কংগ্রেস প্রার্থী জিতলে তো বিজেপিতে চলে যাবেন।


তবে, সাগরদিঘি উপনির্বাচনে কে শেষ হাসি হাসবেন তা জানা যাবে আগামী ২ মার্চ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচন প্রক্রিয়া । তবে নির্বাচন শুরু হতেই দু একটি জায়গা থেকে অভিযোগ উঠতে শুরু করেছে।

বোখারা ১নম্বর পঞ্চায়েতের ৪৮ নম্বর বুথ এলাকায় বহিরাগত প্রবেশে ঘিরে উত্তেজনা তৈরি হয় ।


সাগরদিঘি বিধানসভার ডাংরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথে পোলিং অফিসারকে সরালো নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসারকেও সরিয়ে দেওয়া হয়েছে।

সাগরদিঘির ৫৩ নম্বর বুথে মক পোল না করেই ভোটগ্রহণ শুরুর অভিযোগ।

সামসাবাদ হাইস্কুলে ২০৮, ২১১ নম্বর বুথে রাজ্য পুলিশকে ২০০ মিটারের বাইরে বের করে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঘটনা জানতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের।

সকাল ৯টা পর্যন্ত সাগরদিঘি উপনির্বাচনে ভোট পড়েছে ১৩.৩৭ শতাংশ।

আপডেট আসছে...