Turkey-Syria Earthquake : তুরস্কের ভূমিকম্পে প্রাণ ও সম্পত্তি নাশের ঘটনায় বিচলিত প্রধানমন্ত্রী



Turkey-Syria Earthquake


নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২৩


Turkey-Syria Earthquake: তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভূমিকম্পের কারণে এ পর্যন্ত ২৩০০ জনের বেশি মানুষ মারা গেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষ আহত হয়েছে। এ পর্যন্ত তুরস্কে ১৪৯৮ জন এবং সিরিয়ায় ৮১০ জন মারা গেছে। সোমবারের ভূমিকম্পটিকে তুরস্কের সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে। 1939 সালে পূর্ব এরজিনকান প্রদেশে 7.9 মাত্রার ভূমিকম্পের পর, যার ফলে 33,000 মানুষ মারা গিয়েছিল।




তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন যে এখন পর্যন্ত 1,700টিরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে এবং প্রাথমিক কম্পনের পর কমপক্ষে 78টি পরপর ভূমিকম্প রেকর্ড করা হয়েছে যার সর্বোচ্চ 6.6 মাত্রা ছিল। সিরিয়ায় 810 জন প্রাণ হারিয়েছে এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।


তুরস্কে ভূমিকম্পের ঘটনায় প্রাণ ও সম্পত্তিহানির সংবাদে বিচলিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ট্যুইট বার্তার মাধ্যমে তাঁর সমবেদনা জানিয়েছেন তুরস্কবাসীদের উদ্দেশে।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন- “তুরস্কে ভূমিকম্পের ঘটনায় প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির সংবাদে আমি বিচলিত। শোকসন্তপ্ত পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই বিপর্যয়ের মুহূর্তে ভারত তুরস্কের পাশেই রয়েছে। এই বিয়োগান্তক ঘটনার মোকাবিলায় সম্ভাব্য সকল রকমভাবে সাহায্য করতে আমরা প্রস্তুত।”