বিকিনি ও বোল্ড ফটোশুটে আগুন ধরাচ্ছেন Indrakshi Dey

Sangbad Ekalavya
0

বিকিনি ও বোল্ড ফটোশুটে আগুন ধরাচ্ছেন  Indrakshi Dey


Indrakshi Dey
photo source:  Indrakshi Dey fb


টলিগঞ্জের অনেক নায়িকাও যেখানে বিকিনি বডি ফ্লন্ট করবার সাহস দেখান না, সেখানে একদম অন্য পথে হাঁটেন অভিনেত্রী ইন্দ্রাক্ষী।


ইন্দ্রাক্ষী দে মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন। ধীরে ধীরে হয়ে উঠেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় ভিলেন।

Indrakshi Dey
photo source:  Indrakshi Dey fb

পর্দার আর্যার টোনড বডি দেখে ঘায়েল পুরুষ ভক্তরা। রূপে-লাস্যে আগুন ঝরাচ্ছেন ইন্দ্রাক্ষী।

সোশ্যাল পেজে উঁকি মারলেই অভিনেত্রীর একগুচ্ছ বোল্ড ছবি নজরে আসবে। কখনও বিকিনি তো কখনও আবার রেড হট অবতারে বাথটবে পর্দার আর্যা।


‘ঝুমুর’, ‘হৃদয়হরণ বি.এ পাশ’, ‘জয় কনহাইয়া লাল কি’ ধারাবাহিকেও  অভিনয় করতে দেখা গিয়েছে ইন্দ্রাক্ষীকে। তবে এ কথা অস্বীকার করবার জায়গা নেই ‘আর্যা’ চরিত্রটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছে তাঁকে।

Indrakshi Dey
photo source:  Indrakshi Dey fb


টেলিপাড়ার এই খলনায়িকার স্বপ্ন বাংলা ছবিতে অভিনয়ের। এই নিয়ে চেষ্টাও চালাচ্ছেন, বেশ কিছু অডিশনও দিয়েছেন। তবে যুমনা ঢাকি-র আর্যা ধীরে ধীরে নেটপাড়ায় সেনশেশন হয়ে উঠছেন তা স্পষ্ট বলে দিচ্ছে এই সব ছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top