জীবনবিজ্ঞান পরীক্ষা দিতে গিয়ে দুই জেলায় অসুস্থ একাধিক ছাত্রী, ভর্তি হাসপাতালে


students



একদিনে কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ৬ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। আজ ছিল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা।

জীবনবিজ্ঞান পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে অসুস্থ হয়ে পড়ে তিন মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বেডে শুয়েই পরীক্ষা দেয় তারা।

জানাযায় পরীক্ষা দিতে এসে কিছু ক্ষনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে জলপাইগুড়ি জেলার রাজামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মামনি রায়। তার পরীক্ষ কেন্দ্র ছিল আংরাভাষা বংশীবদন উচ্চ বিদ্যালয়ে। অপর ছাত্রী আংরাভাষা উচ্চ বিদ্যালয়ের তার পরীক্ষা কেন্দ্র ঠাকুরপাঠ রাজামোহন উচ্চ বিদ্যালয়ে। অসুস্থ হয়ে পড়ে রাজামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনিন্দিতা রায়ও, তার পরীক্ষা কেন্দ্র পূর্ব মল্লিকপাড়া।

অসুস্থ ছাত্রীদের পুলিশ এবং শিক্ষক শিক্ষিকারা হাসপাতালে নিয়ে আসে। তারা ধূপগুড়ি হাসপাতালের বেডেই পরীক্ষা দেয়।

একই অবস্থা দেখা যায় কোচবিহার জেলার শালমারা উচ্চবিদ্যালয় এবং বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে। এদিন নাজিরহাট হরকুমারি উচ্চবিদ্যালয়ের ছাত্রী তহমিনা খাতুন পরীক্ষা দিতে যায় শালমারা উচ্চবিদ্যালয়ে। সেখানে অসুস্থ হয়ে পড়ায় দ্রুত তাকে দিনহাটা হাসপাতালে নিয়ে আসা হয়। অপরদিকে বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী পল্লবী অধিকারী এবং জয়শ্রী বর্মনের পরীক্ষা কেন্দ্র ছিল বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়। সেখানে অসুস্থ হয়ে পড়ায় দ্রুত তাদের দিনহাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ পাওয়া খবরে , এই ৩ জন ছাত্রী দিনহাটা হাসপাতালেই আজকের জীবন বিজ্ঞান পরিক্ষা দেয়।