Abhishek Banerjee :ভরা সভায় নিজের ফোন নাম্বার দিলেন অভিষেক
Abhishek Banerjee : কোচবিহারের মাথাভাঙ্গার সভা থেকে বিজেপিকে একের পর এক নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বি এস এফ এর গুলিতে প্রেম কুমার বর্মনের মৃত্যুর ঘটনা নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এদিন অভিষেক (Abhishek Banerjee) বলেন, "একটা পঞ্চায়েত, একটা সাংসদ জিতে আর কয়েকটা বিধায়ক জিতে বিএসএফের গুলি তরুণ রাজবংশী তরতাজা যুবক মারা যায়, নদী ভাঙণ রুখতে পারে না।"
এ দিন মূলত বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে কোচবিহারে সভা করেন অভিষেক (Abhishek Banerjee) ৷ বক্তব্য রাখতে গিয়েই দিনহাটা ১ নম্বর ব্লকের গীতলদহ এলাকার ভারবাঁধা গ্রামের বাসিন্দা প্রেম কুমার বর্মনের মৃত্যুর প্রসঙ্গ তোলেন অভিষেক৷ তৃণমূল সাংসদ জানান, কোচবিহারের বাসিন্দা হলেও বেঙ্গালুরুতে মিস্ত্রির কাজ করতেন বছর চব্বিশের ওই যুবক৷ গত ডিসেম্বর মাসে চার বছর পর বাড়ি ফিরেছিলেন তিনি৷ ২৪ ডিসেম্বর সকালে বাড়ির কাছে পায়চারি করতে বেরোলে বিএসএফ তাঁকে নৃশংস ভাবে গুলি করে হত্যা করে বলে অভিযোগ করেন অভিষেক৷
অভিষেক (Abhishek Banerjee) এদিন মঞ্চ থেকে বলেন 'ভারতবর্ষের প্রধানমন্ত্রী,ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর সেই স্বরাষ্ট্র মন্ত্রীর ডেপুটিকে আমি প্রশ্ন করতে চাই , 'ও কী কোনও জঙ্গি ছিল? ওর অপরাধ কি ও রাজবংশী? ও কি সকাল সাতটার সময় মাঠে যুদ্ধ করতে গেছিল?"
একটা তরতাজা ছেলেকে এ ভাবে কেন গুলি করে মারল? এদিনের মঞ্চ থেকে অভিষেক এই প্রশ্ন করতে গিয়ে বলেন- "ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি আর কোচবিহারের লজ্জা নিশীথ প্রামাণিককেও প্রশ্ন করছি। "
এরপর তিনি প্রেমকুমারের পোস্ট মর্টাম রিপোর্ট পড়ে শোনান তিনি।
অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছেন কলকাতায় ফিরেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন তিনি৷ প্রেমের মৃত্যুর বিচার পেতে তিনি প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও যাবেন বলে জানান অভিষেক৷ এদিন মঞ্চ থেকে তিনি কোচবিহারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন বলেন, "আমাদের দলে যে আবর্জনা গুলো ছিল, সেগুলিকে আমরা বার করে দিয়েছি। আমরা বিশ্বাস করি দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল অনেক ভাল।"
অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, "কেউ যদি পরিচয় দেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক। তাহলে তাঁকে দাঁড় করিয়ে আমাকে ফোন করবেন। কেউ আমার লোক নন। সবাই আমারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। আমি আমার নম্বর দিচ্ছি। আপনাদের যদি মনে হয়, আপনার এলাকায় একটি ভাল ছেলে রয়েছেন এবং সে প্রার্থী হলে আগামীদিনে অনেক কাজ করতে পারবেন। আপনাদের যে কোনও উপদেশ থাকলে সরাসরি আমাদের ফোন করে জানান। আমার নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭।"
বিস্তারিত ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊