Latest News

6/recent/ticker-posts

Ad Code

Women's volleyball : মহিলা ভলিবল দলের সাফল্য জেলা থেকে দেশ পর্যায়ে

Women's volleyball : মহিলা ভলিবল দলের সাফল্য জেলা থেকে দেশ পর্যায়ে


womens play with ball



মহিলা ভলিবল দলের সাফল্য জেলা থেকে দেশ পর্যায়ের খেলাতে। সাফল্যের পর সাফল্য জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং ক্যাম্পের।

মুঙ্গেতে অনুষ্ঠিত সর্বভারতীয় ভলিবলে (volleyball) অ়ংশ নিতে যাচ্ছে জলপাইগুড়ির মহিলা ভলিবলের দল। এরপর ভোজপুরেও আরেকটি সর্বভারতীয় খেলাতে অ়ংশ নিতে যাচ্ছে তারা।

এর আগে গ্যাংটকে রাজ্য পর্যায়ের ভলিবলে (volleyball)  দ্বিতীয়স্থান লাভ করে জলপাইগুড়ির মহিলা ভলিবলের দল।

কোচ সুব্রত সাহা বলেন নানা অসুবিধার মধ্যে দিয়ে আমরা এই মহিলা ভলিবলের (volleyball) শিবিরটি চালাচ্ছি। মেয়েদের দারুন উৎসাহের জন্য একের পর এক সাফল্য আসছে জলপাইগুড়ির জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code