Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেকারদের ভাতা, পড়ুয়াদের ল্যাপটপ, মহিলাদের হাজার - মেঘালয়ে ইস্তেহার তৃণমূলের

বেকারদের ভাতা, পড়ুয়াদের ল্যাপটপ, মহিলাদের হাজার - মেঘালয়ে ইস্তেহার তৃণমূলের

Meghalaya Tmc



সামনেই মেঘালয়ে নির্বাচন আর তার আগে দলীয় ইস্তেহার প্রকাশ করলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মেঘালয়কে মডেল রাজ্যে পরিণত করাটাই টার্গেট। এদিন এমনি দাবি করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।




১। ক্ষমতায় আসার পর রাজ্যের উন্নয়নের গতি দ্বিগুণ করা হবে। জিডিপি বৃদ্ধি হবে দুই সংখ্যায়।

২। আগামী পাঁচ বছরে প্রতিবছর ৪ হাজার করে MSME প্রতিষ্ঠিত হবে।

৩। পাঁচ বছরে ৩ লক্ষ চাকরি দেওয়া হবে।

৪। ২২ থেকে ৪০ বছরের যুবকদের মাসিক হাজার টাকা করে বেকার ভাতা।

৫। উচ্চমাধ্যমিক এবং কলেজ পড়ুয়াদের ১ লক্ষ ল্যাপটপ।

৬। সরকার গঠনের ১০০ দিনের মধ্যে মাসিক ১ হাজার টাকা করে পাবেন মহিলারা।

৭। সব পেনশন এবং সামাজিক যোজনায় বরাদ্দ মাথাপিছু ন্যূনতম হাজার টাকা করে করা হবে।

৮। রাজ্যের ২ লক্ষ ১০ হাজার কৃষক পাবেন বার্ষিক ১০ হাজার টাকা।



এদিন অভিষেক বন্দোপাধ্যায় এও স্পষ্ট করেন যে এগুলি শুধু প্রতিশ্রুতি নয় এগুলি তৃণমূলের সংকল্প। আর তৃণমূল নিজেদের সংকল্প রক্ষার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code