Latest Online Bengali News Portal

Breaking

Tuesday, January 31, 2023

Whatsapp : দুপুরে চুরি করে রাতে হোয়াটসঅ্যাপ মেসেজ

Whatsapp : দুপুরে চুরি করে রাতে হোয়াটসঅ্যাপ মেসেজ

চুরি


দুপুরে চুরি করে রাতে হোয়াটসঅ্যাপ মেসেজ। আজব ঘটনা। চোরের পুরো মেসেজ পড়ে হতবাক পুলিশ। আসানসোলের হিরাপুর থানায় চুরির অভিযোগে এমনটাই জানানো হয়েছে। 



গত শনিবার আসানসোলের হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই কার্যত হতবাক পুলিশ কর্মীরা। অতীতে এমন ঘটনা কখনও ঘটেছে কি না। মনে করতে পারছেন কেউই।




এমনকি মেসেজের চ্যালেঞ্জ করা হচ্ছে কোনোভাবেই তার ফোন নম্বর ট্র্যাক করা যাবে না। আর চোরের বিরুদ্ধে এমন অভিযোগ। পশ্চিম বর্ধমানে প্রথম বলে মনে করা হচ্ছে । এই অভিযোগ পাওয়ার পর হিরাপুর থানার পুলিশের ঘুম ছুটেছে। বাজারে মোবাইল পরিষেবা আসার পর এই প্রথম ভার্চুয়াল ফোন থেকে এমন মেসেজে চোরেরা চুরি হুমকির অভিযোগ পাঠিয়ে আসানসোল পুলিশকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে।

No comments:

Post a Comment