Sunny Leone Video : অনেক চেষ্টার পরেও হার মানতে হলো সানি লিওনকে, বললেন একদিন ঠিক পারব
Sunny Leone Video : কত কিছুই করেছেন এক জীবনে। এখনও প্রতি দিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। সানি লিওনের অভিধানে অসম্ভব বলে কিছুই নেই। তবুও একটি কাজ যে কিছুতেই বাগে আনতে পারছেন না! কী সেটি? সোমবার দুপুরে তা নিয়েই সরগরম টুইটার।
দেখা যায়, বিশাল এক শঙ্খ হাতে নিয়ে বাজানোর চেষ্টা করছেন সানি। সন্ধ্যা নেমেছে। শাঁখে ফুঁ দেওয়ার সেই তো সময়। তবে কাজটি যে এত কঠিন, সে নিয়ে কোনো ধারণা ছিল না সানির। ফুঁ দিয়েই যাচ্ছেন, তাতে অদ্ভুত শব্দ বেরোচ্ছে। আশপাশে যারা আছেন, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। সানি নিজেও হেসে যাচ্ছেন, সফলতা না পেয়ে। কিন্তু বলছেন, হাসছ কেন তোমরা? এত হাসির কী আছে! আমি চেষ্টা করছি তো, দাঁড়াও। ঠিক পারব।
আরও ক’বার চেষ্টার পর হার মানলেন অভিনেত্রী। বললেন, নাহ্, আমার দ্বারা হলো না। শিখতে হবে ব্যাপারটা।
সানি সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, যেমনটা ভেবেছিলাম হলো না। কেউ আমায় শিখিয়ে দিন প্লিজ! আমি একদিন না একদিন ঠিক পারব।
Didn’t work out the way I thought. Someone will need to teach me how to do this one day. pic.twitter.com/ahJPnbPY8F
— Sunny Leone (@SunnyLeone) January 9, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊