দুঃস্থ অসহায় সাধারণ মানুষের মধ্যে শীতে কম্বল বিতারণ


winter cloth distribution


রাজ্যের জেলাগুলি হাড়কাপানো শীতে কাঁপছে। আর এই হাড় কাঁপানো ঠাণ্ডায় দুঃস্থ অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক যুবক। রফিকুল ইসলাম (ওরফে ইনু) এর উদ্যোগে প্রায় ১০০ জন দুঃস্থ অসহায় সাধারণ মানুষের মধ্যে শীতে কম্বল বিতারণ করা হল সীমান্তবর্তী দিনহাটার ওকড়াবাড়ী এলাকায়। 



সোমবার বিকাল প্রায় চারটা নাগাদ তার নিজ বাসভবনের এই বিতারণ কর্মসূচি চলে। ওকড়াবাড়ী এলাকার ডাঙা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (ওরফে ইনু)। তিনি একজন আমার আপনার মত একজন অতিসাধারণ পল্লী সমাজের মানুষ। তিনি পেশায় একজন কম্পিউটার দোকানের মালিক অন্যদিকে প্রান্তিক কৃষক। কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। তিনি তার ইচ্ছা শক্তিকে বাস্তবে শীতবস্ত্র বিতারণের মধ্য দিয়ে রূপায়িত করে এই সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। 



শীতবস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা হয়ে আর্শীবাদ করলেন দিলেন প্রাণভরা ভালোবাসা। তিনি গতানুগতিক প্রতিবছর বিভিন্নভাবে তার সাধ্যের মধ্যে দুঃস্থদের সাহায্যে করে চলেছেন। দুঃস্থদের মুখে হাসি ফোটাতে রফিকুল ইসলাম ভালো বাসেন তাই তার এই বিতারণ কর্মসূচি। এই শীত কম্বল বিতরণ করে বেশ খুশি তিনি ও এলাকাবাসীও।