Primary Interview Notice : ৬টি জেলার জন্য প্রাইমারি বোর্ডের ইন্টারভিউ নোটিশ

Primary Interview Notice



ইতিমধ্যে প্রাথমিকে চাকরির জন্য প্রথম দফায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। ২০১৪ সালের ও ২০১৭ সালের টেটের ভিত্তিতে ১১ হাজার ৭৬৫ শূন্যপদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ২৭ ডিসেম্বর হয়েছে প্রথম দফার ইন্টারভিউ। এবার দ্বিতীয় দফায় ৫ জেলার জন্য ইন্টারভিউ এর তারিখ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)।


১৬ জানুয়ারি ২০২৩ পশ্চিম বর্ধমান
১৭ এবং ১৮ জানুয়ারি ২০২৩ পশ্চিম মেদিনীপুর
২৪ জানুয়ারি ২০২৩ জলপাইগুড়ি
২৭ এবং ২৮ জানুয়ারি ২০২৩ উত্তর দিনাজপুর
৩০, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৩ কোচবিহার
৭,৮,৯ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৩ বাঁকুড়া




এবছর সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হচ্ছে। চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় সব নথি নিয়ে ইন্টারভিউয়ের জন্য যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নথি যাচাইয়ের সময় যদি কোথাও দেখা যায়, সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী অযোগ্য, সেক্ষেত্রে তাঁকে ইন্টারভিউয়ে বসতে দেওয়া হবে না।


প্রত্যেক চাকরীপ্রার্থীকে নীচের ডকুমেন্টস অরিজিনাল এবং সাথে স্বপ্রত্যায়িত কপি নিয়ে যেতে হবে-

  • Admit Card of the TET
  • Downloaded Document of TET-qualification
  • Admit Card of Madhyamik Pariksha/Certificate thereof as proof of age.
  • Mark sheet and Certificate of Madhyamik or its equivalent examination issued by Board /Council.
  • Mark sheet and Certificate of Higher Secondary or its equivalent examination issued by Board /Council.
  • Mark sheet and Certificate of Two Year D. El. Ed./D.Ed. (Special Education)/B.Ed. /B.P.Ed. or its Equivalent Examinations.
  • Mark sheet and Certificate of Graduation (BA/B.Sc./B.Com. etc) issued by University, if applicable.
  • Caste Certificate (SC/ST/OBC-A/OBC-B) issued by competent Govt. authority, if applicable.
  • PH certificate, as per Govt. rules, where applicable.
  • Exempted category-certificate issued by the competent Govt. authority, if applicable.
  • Ex-servicemen-certificate, if applicable.
  • First engagement letter issued by the Competent Govt. Authority as a para-teacher, where applicable
  • Experience certificate of a para-teacher issued by the D.P.O./S.D.O for counting of services and age — relaxation, where applicable.
  • All relevant testimonials and certificates, relating to co-curricular activities, as per recruitment rules, if any.
  • Voter ID/Aadhaar Card.
  • One Passport size photograph, self-attested.

সম্পূর্ন বিজ্ঞপ্তিটি দেখে নিন- click here