প্রয়াত প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী


Kesarinath Tripathi



চলে গেলেন না ফেরার দেশে। রবিবার ভোর ৫টায় প্রবীণ বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মৃত্যু হয়। এম কে নারায়ননের পরে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জগদীপ ধনখরের আগে পাঁচ বছর এই রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি।




৮৮ বছর বয়সে, ত্রিপাঠী তাঁর প্রয়াগরাজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৪টেয় প্রয়াগরাজের রসুলবাদ ঘাটে শেষকৃত্য হবে তাঁর। কেশরীনাথ ত্রিপাঠীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ইউপি বিজেপি তাদের সমস্ত কর্মসূচি বাতিল করেছে।



ত্রিপাঠীর প্রয়ানে নরেন্দ্র মোদী ট্যুইট করে জানিয়েছেন তিনি প্রয়াত হয়েছেন। পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সমবেদন আজানিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুসম্পর্ক ছিল তাঁর।



কেশরীনাথ ত্রিপাঠী ১৯৩৪ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। এলাহাবাদ হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হওয়ার পাশাপাশি তিনি তিনবার ইউপি বিধানসভার স্পিকার ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টির ইউপি ইউনিটের সভাপতিও ছিলেন। কেশরীনাথ ত্রিপাঠী ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, সেই সময়ে তাকে বিহার, মেঘালয় এবং মিজোরাম রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১২ সালে, প্রয়াগরাজের এলাহাবাদ দক্ষিণ বিধানসভা আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরাজিত হন। এখান থেকেই রাজনৈতিক কেরিয়ারের পতন শুরু হয় তাঁর।