মাতৃত্ব গ্রহণের উপযুক্ত বয়স 22-30 বছর: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
সন্তান জন্মের ক্ষেত্রে একজন নারীর সঠিক বয়স খুব গুরুত্বপূর্ণ। শনিবার গুয়াহাটির (Guwahati) এক অনুষ্ঠানে গিয়ে এই বিষয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। ৩০ এর কোটায় পা দেওয়ার আগেই একজন নারীর মাতৃত্বের স্বাদ উপভোগ করা উচিৎ বলেই মনে করছেন তিনি।
মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) বলেন - "মাতৃত্ব গ্রহণের জন্য মহিলাদের খুব বেশি সময় অপেক্ষা করা উচিত নয় এবং উপযুক্ত বয়সে মাতৃত্ব গ্রহণের প্রস্তাবিত 22-30 বছরের মধ্যে। দেরি হলে এটি চিকিৎসা সংক্রান্ত জটিলতা সৃষ্টি করতে পারে।"
অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে খুব তাড়াতাড়ি তাঁরা গর্ভবতি হয়ে পড়েন। তাই বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন অসম মুখ্যমন্ত্রী (Assam CM Himanta Biswa Sharma) বলেন, ‘অল্প বয়সে মেয়েদের বিবাহ আমাদের রুখতে হবে। ছোট বয়সে মেয়েদের বিয়ে হলে তাঁরা কম বয়সে মা হয়ে যাচ্ছেন। ফলে পরবর্তীকালে বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একই ভাবে ৩০ - ৩৫ বছরে গিয়েও আবার অনেকে মা হচ্ছেন। সেখানেও একজন নারীর শরীরে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। তাই সঠিক বয়সে মা হওয়াটা বর্তমানে খুব জরুরি’।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে (Himanta Biswa Sarma) বলতে শোনা গিয়েছে, সন্তান জন্মানের ক্ষেত্রে খুব অল্প কিংবা বেশি বয়স অবধি নারীদের অপেক্ষা করলে তাঁদের শরীরে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। তাই সন্তান জন্মের ক্ষেত্রে সঠিক বয়স হিসাবে ২২ বছর-৩০ বছর বয়সকেই উপযুক্ত বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊