প্রতিষ্ঠা দিবসে দলের নেতা-কর্মীদের বার্তা, 'আত্মত্যাগ'কে কুর্নিশ মমতার
এই মুহূর্তে বাংলার রাজনীতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ১লা জানুয়ারি। ২০২২ পেরিয়ে ২০২৩-এ পথ চলা শুরু। তবে বাংলার রাজনীতিতে ১লা জানুয়ারী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে জন্ম নিয়েছিল বঙ্গ রাজনীতির নতুন দল তৃণমূল কংগ্রেস। এক কথায় ১লা জানুয়ারী তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে দলের নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়।
চেয়ারপার্সন মমতা বন্দোপাধ্যায়ের বার্তা, "এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালের ১ জানুয়ারি। এই যাত্রাপথে আমাদের অগ্রাধিকার, দেশমাতৃকার সম্মান ও বাংলা মায়ের স্বার্থ। দেশের সাধারণ মানুষের আবেগ আমাদের কাছে হৃদস্পন্দনের সমান এবং বাংলার মানুষের ভালবাসা আমাদের কাছে প্রাণপ্রিয়।"
প্রতিটি নেতা ও কর্মীর আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্য, "আজ, আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতিটি কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছি৷ তাঁরাই আমাদের দলের সম্পদ। আমি তাঁদের সকলকে নতমস্তকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে চাই, যাঁদের সঙ্গে নিয়ে আমাদের দল নতুন ভোরের আলো দেখেছিল।"
প্রবীণ সদস্যদের পাশাপাশি, নবীন সদস্যদের উদ্দ্যেশে তাঁর বার্তা "আমাদের নতুন সদস্যদের আন্তরিক শুভকামনা, যাঁরা বিভিন্ন রাজ্য থেকে এই মহান পথচলার সঙ্গী হয়েছেন। আমাদের প্রধান লক্ষ্য এই বৃহৎ গণতান্ত্রিক দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করা। আমরা বরাবরের মতো সাধারণ মানুষের সেবার জন্য সর্বদা উৎসর্গকৃত এবং তাঁদের সার্বিক মঙ্গলের জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।"
দলের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উৎসবমুখরতা ছিল। কলকাতায় দলের সদর কার্যালয়েও ছিল বিশেষ অনুষ্ঠানের আয়োজন৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊