SSC Group D Scam: ফের OMR তালিকা প্রকাশ SSC-র, এবার গ্রুপ ডি, ডাউনলোড করুন এক ক্লিকেই
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে OMR তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল।
সিবিআইয়ের আইনজীবী জানান, মোট ১৬৯৮ জনকে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ১০০ জনের OMR প্রকাশ করতে বলা হয়। সেই নির্দেশ অনুযায়ী তালিকা দেওয়া হল।আজ স্কুল সার্ভিস কমিশন তাঁর অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে।
১০০ জনের OMR প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যারা নম্বর না পেয়েও চাকরি করছেন। দেখুন তালিকা - compliance with Order dated. 21/12/2022 in WPA 18585 of 2021 for uploading of 100 OMRs(Group - D) PDF CLICK HERE FOR VIEW
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊