বাড়ির রেলিংয়ে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য এলাকাজুড়ে 

Deadbody rescue


বাড়ির রেলিংয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহর বর্ধমানের নারকেল বাগান লিচু তলা মোড়ে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে ধন্দে স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সদর থানার পুলিশ।ময়না তদন্তের জন্য মৃত দেহ উদ্ধার করে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।এটা আত্মহত্যা না খুন বলে দাবী বাড়ির মালিকের।




নারকেল বাগান লিচু তলা মোড়ে বাসিন্দা অয়োনিকা সিংহ বলেন আজ সকালে মা ছাদে গামছা শুকতে দিতে যাবার সময় দেখেন বাইরের দিকে রেলিংয়ে একটি নতুন গামছা ঝুলছে। সেই গামছাটি তুলতে গিয়ে দেখেন এক ব্যক্তির গলায় গামছা ঝু্লছেন।মায়ের চিৎকার শুনে সকলে ছুটে আসেন।



অয়োনিকা সিংহ বলেন এটা আত্মহত্যা না।এটা কেউ মেরে এখানে ঝুলিয়ে রেখে গেছেন। কারন যেখানে মৃতদেহটি রয়েছে সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার মতো জায়গা না।স্থানীয় এক বাসিন্দা বলেন সকালে শুনতে পেলাম এখানে একজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।মাটিতে পা ঠেকে আছে। কিভাবে কি হয়েছে সেবিষয়ে ধন্দে স্থানীয়রা।খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়।ময়না তদন্তের জন্য মৃত দেহ উদ্ধার করে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।