TET Model Answer 2022 : কবে মডেল উত্তর , কবে টেটের রেজাল্ট ? কি জানালো পর্ষদ ?

TET Model Answer 2022 : কবে মডেল উত্তর , কবে টেটের রেজাল্ট ? কি জানালো পর্ষদ ?

TET Model Answer 2022



১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে। ছয় লক্ষেরও বেশি চাকরি প্রার্থী টেট পরীক্ষা দিয়েছেন। এবার টেটের দ্রুত ফল প্রকাশ করতে উদ্যত হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য সপ্তাহের শুরুর দিকেই টেটের উত্তরপত্র (TET Model Answer) প্রকাশ করতে চাইছে পর্ষদ।


জানা গেছে, টেটের উত্তরপত্র (TET Model Answer) আপলোড নিয়ে শুক্রবারই বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহের শুরুর দিকেই উত্তরপত্র (TET Model Answer) ওয়েবসাইটে আপলোড করতে চায় পর্ষদ। উত্তরপত্র আপলোড হওয়ার পর সেই উত্তরপত্র (TET Model Answer) নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ। সেই মতামত নেওয়ার পর কয়েকদিন সময় নিয়েই তারপরেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চায় পর্ষদ। যদিও ডিসেম্বর মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব নাকি তা নিয়ে আলোচনা করছে পর্ষদের কর্তারা।


পরীক্ষা শেষ হওয়ার পরই সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন খুব তাড়াতাড়ি ফলপ্রকাশ হবে। পরীক্ষা শেষে সাংবাদিকদের গৌতম পাল জানান, "পরীক্ষা খুব ভালো ভাবে সম্পন্ন হয়েছে। ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষা দিয়েছেন৷ ১০ হাজার ৬০০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থীও পরীক্ষায় বসেন এবার।"




সভাপতি এদিন বলেন, "পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এইটুকু বলতে পারি৷ মডেল উত্তরপত্র (TET Model Answer) আমরা পাবলিশ করব৷"


সভাপতি পরীক্ষার আগেই বলেছিলেন প্রশ্ন সেন্ট্রাল টেটের ধাঁচে হবে। আর হয়েছেও তাই। পরীক্ষার্থীরা এদিনের টেটের প্রশ্ন পেয়ে সন্তুষ্টি ব্যক্ত করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ