নাম না করে শুভেন্দু অধিকারীর নামে নিখোঁজ পোস্টার

Suvendu missing poster



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান: 


নাম না করে এবার নিখোঁজ পোস্টার পড়লো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নামে। পোস্টার গুলো লাগানো হয়েছে শহরের প্রান কেন্দ্র কার্জন গেট, পার বীরহাটা সহ বিভিন্ন জায়গায়। পোস্টারে লেখা আছে "নিরুদ্দেশ সংবাদ" রূপ দেখতে গোলগাল নাদুসনুদুস। মেরুদন্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। ঠিকানা: বাড়ি কাঁথিতে। অসুখ, ভোট এলে লাইট বন্ধ করে দেন। নিয়মিত দুশো দুশো করে চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালোবাসেন।ভিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন।পোস্টারের শেষে লেখা আছে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। 



শহরের প্রান কেন্দ্র কার্জন গেট ও পার বীরহাটায় এই পোস্টার দেখতে ভিড় দেখা যায় পথ চলতি সাধারন মানুষের। সুকুমার দে বলেন কার্জন গেটের কাছে একটি পোস্টার আছে সেখানে যে সমস্ত লেখা গুলো আছে তাতে বোঝা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলা হয়েছে।পোস্টারের শেষে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের কথা লেখা আছে বলে বলেন তিনি।



ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি শ্যামল রায় বলেন আগামী 22শে ডিসেম্বর বর্ধমানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর একটা সভা ছিলো।কিন্তু দলদাস পুলিশের নিরবতায় সেই সভা বাতিল হয়।কিন্তু আজ দেখছি বর্ধমান শহরে পাঁচ জায়গায় শুভেন্দু অধিকারী নামে পোস্টার। আমরা যদি মনে করি আমরাও পোস্টার মারতে পারি। এই রাজনীতিতে আমরা বিশ্বাসী না। পুলিশ প্রশাসনকে বলেছি 24 ঘন্টার মধ্যে যদি এই পোস্টার খোলা না হয় তা হলে আগামী কাল ভারতীয় জনতা পার্টিও এই পোস্টার মারবে।