PM Modi's Mother Demise: প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন 

Pm modi



প্রয়াত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। আজ ভোর সাড়ে তিনটেয় প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আজ গাঁধীনগরে হবে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যে আহমেদাবাদের দিকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মায়ের মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী।



১৯২৩ সালের ১৮ জুন গুজরাতের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের। এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। এরপর আজ মৃত্যু হয় তাঁর। মায়ের প্রয়াণে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, ' একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন। '



এদিকে আজ বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন থেকে গঙ্গা কাউন্সিলের বৈঠক একাধিক কর্মসূচি ছিল তাঁর। সূত্রের খবর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি।