Primary TET: শীঘ্রই টেটের ফল প্রকাশ জানালো প্রাথমিক পর্ষদ সভাপতি
১১ই ডিসেম্বর রাজ্য জুড়ে হয়েছে টেট। মোট আবেদন কারী ছিল ৬লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলেই জানা গেছে। পরীক্ষা ঘিরে আঁটোসাঁটো ব্যবস্থা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সচেষ্ট ছিল রাজ্য প্রশাসনের বিভিন্ন বিভাগ।
পরীক্ষা শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, খুব তাড়াতাড়ি ফলপ্রকাশ...। তিনি বলেন, গৌতম পাল বলেন,'আমার বলার জন্য বিঘ্ন ঘটানোর সাহস পায়নি।' তার পর এনিয়ে আর ভাঙতে চাননি পর্ষদ সভাপতি।
পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, "পরীক্ষা খুব ভালো ভাবে সম্পন্ন হয়েছে। ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষা দিয়েছেন৷ ১০ হাজার ৬০০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থীও পরীক্ষায় বসেন এবার। আমার জীবনে আমি এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা নিতে দেখলাম৷"
টেটের ফলপ্রকাশ নিয়ে বার্তা দিয়ে সভাপতি এদিন বলেন, "পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এইটুকু বলতে পারি৷ মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব৷"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊