Nusrat Jahan: নয়া ফটোশ্যুটে নুসরত জাহান 

Nusrat Jahan


নিত্যনতুন ফটোশুটে প্রায়ই নজর কাড়েন অভিনেত্রী নুসরত জাহান। সম্প্রতি হট-সেক্সি লুকে ধরা দিয়েছেন নুসরত। পাতলা ফিনফিনে শাড়িতে হট লুকে ধরা দিলেন ক্যামেরার সামনে।

Nusrat Jahan




নুসরতের শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে পিচ রঙের ট্রান্সপারেন্ট নেটের শাড়ি। শাড়ি জুড়ে রয়েছে সোনালি রঙের সুতোর এমব্রয়ডারি ও চুমকি। পিচ রঙের স্লিভলেস ব্লাউজে রয়েছে সিকুইনের কারুকার্য। ব্লাউজটি ডিপ নেক তবে ক্লিভেজ আবৃত রয়েছে নুসরতের শাড়ির আঁচলে। চুলে বাঁধা খোঁপায় হলুদ রঙের গোলাপ ও সাদা পার্থেনিয়ামের সজ্জা ব্যবহার করেছেন অভিনেত্রী।

Nusrat Jahan




হালকা মেকআপে ঠোঁট রাঙিয়েছে পিচ পিঙ্ক রঙের লিপস্টিকে। হাতে রয়েছে স্টোন স্টাডেড বালা ও সোনালি রঙের ব্রেসলেট। সোনালি রঙের স্টাড রয়েছে কানে। গলায় রয়েছে সবুজ স্টোন বসানো সোনালি রঙের ভারি নেকপিস। নেকপিস জুড়ে রয়েছে মুক্তোর ঝুল্লি।


Nusrat Jahan



নুসরত লিখেছেন, আভিজাত্য। এণা সাহা (Ena Saha)-র প্রযোজনায় তৈরি ফিল্ম ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’-তে একসাথে কাজ করেছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জুটি।

Nusrat Jahan

নুসরতের মুক্তিপ্রাপ্ত শেষ ফিল্ম ছিল ‘স্বস্তিক সংকেত’ যা বক্স অফিসে ফ্লপ হয়েছে। তবে কবে ফের বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে তার বলা মুশকিল।