নতুন বছরে কোন কোন ফোন লঞ্চ হচ্ছে ভারতের বাজারে? দেখে নিন


Mobile Phone
Mobile Phone 

2022 সালের মতোই 2023 সালেও পরপর লঞ্চ হবে নতুন স্মার্টফোন। জানুয়ারি থেকেই লঞ্চের লাইন লেগে যাবে। নতুন বছরে কোন কোন ফোন (New Mobile Phone 2023) লঞ্চ হচ্ছে ভারতের বাজারে? দেখে নিন




১। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Redmi Note 12 Pro+ 5G। জানুয়ারিতেই ভারতে লঞ্চ হচ্ছে এই ফোন। রেডমি নোট সিরিজের নতুন এই ফোনে 200 MP ক্যামেরা থাকছে। সঙ্গে পাবেন সুপার ফাস্ট চার্জিং। পরবর্তী ফোনে MediaTek Dimensity 1080 চিপ। সঙ্গে 12 GB LPDDR4X RAM থাকছে। Redmi Note 12 Pro+ 5G - তে থাকছে 120 Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। সঙ্গে রয়েছে Dolby Atmos ও Dolby Vision সাপোর্ট। কোম্পানির দামি মাত্র 15 মিনিটের চার্জে সারাদিন ব্যবহার করা যাবে এই ফোন।




২। iQoo 11 এই ফোনে থাকবে Qualcomm - এর সবথেকে শক্তিশালী চিপসেট Snapdragon 8 Gen 2। সঙ্গে থাকবে 512 GB ইন্টারনাল স্টোরেজ ও 16 GB RAM। এই ফোনে লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেম চলবে। 40,000 টাকার আশেপাশে ভারতে লঞ্চ হতে পারে iQoo 11। শক্তিশালী এই গেমিং ফোনের পিছনে থাকতে পারে 50 MP প্রাইমারি ক্যামেরা। সেখানে Samsung GN5 সেন্সর দিচ্ছে চিনা সংস্থাটি। এছাড়াও একটি 13 MP ও 8 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে।




৩। MediaTek Dimensity 9000 প্রসেসর সহ লঞ্চ হবে Tecno Phantom X2। এই ফোনে থাকবে 8 GB RAM। সঙ্গে 5 GB ভার্চুয়াল RAM ব্যবহার করা যাবে। 6.8 FHD+ ডিসপ্লেতে পাবেন 120 Hz রিফ্রেশ রেট। 2 জানুয়ারি Amazon থেকে শুরু হবে প্রি-অর্ডার। 9 জানুয়ারি শুরু বিক্রি। এই ফোনে 64 MP প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে পাবেন 13 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 32 MP ক্যামেরা।