জার্মান ফুটবলারের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড মেসির

Messi




অবশেষে বিশ্ব জয় আর্জেন্টিনার। ফ্রান্সের বিরুদ্ধে ২০২২-এর কাতার বিশ্বকাপে মেসি ম্যাজিকের সাক্ষী থাকলো ফুটবল ভক্তরা। তবে এদিন মাঠে নেমে দুরন্ত দেখা গেল মেসিকে। ম্যাচ জেতা হারা তখন নিশ্চিত হয়নি কিন্তু গড়ে ফেলেছেন রেকর্ড। "জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথেইজের রেকর্ড" ভেঙে দিলেন মেসি।



এতদিন লোথাল ছিল বেশি ম্যাচ খেলা ফুটবলার। তবে এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ছিল মেসির বিশ্বকাপ কেরিয়ারের ২৫তম ম্যাচ। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে নামছেন মেসি। যে রেকর্ড ফুটবল বিশ্বে আর কারও নেই।



ম্যাথেউজ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছিলেন। সেটাই ছিল এতদিন কোনও ফুটবলারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির। যা ভেঙে দিলেন মেসি।



পাশাপাশি, ২০২২ বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করার অনন্য রেকর্ড করে ফেলেলেন এলএম টেন (LM10)। এর আগে বিশ্বের কোনও ফুটবলার বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করতে পারেননি। মেসি লিখলেন নয়া ইতিহাস।