Job Card Online Apply West Bengal

Job Card Online Apply West Bengal
Job Card Online Apply West Bengal



MGNREGA ( Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এই প্রকল্পে প্রত্যেক গ্রামীণ পরিবার ১০০ দিনের কাজ পেতে পারে। জবকার্ড-এর আবেদন করার ১৫ দিনের মধ্যে জবকার্ড প্রদান করা হয়। কাজের আবেদন করার পর ১৫ দিনের মধ্যে কাজ প্রদান করা হয় ।


কারা এই সুবিধা পাবেন:

গ্রামীণ এলাকার যে কোনাে প্রাপ্তবয়স্ক বাসিন্দা।

Job Card এর আবেদন করতে কী কী লাগবে:

১) সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে জবকার্ডের জন্য ।
২) যে কোনাে সরকারি পরিচয়পত্রের ফটো কপি ।
৩) আবেদনকারীর নামে ব্যাঙ্কের পাশবই।
৪) কাজের আবেদন সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে করতে হবে ।


কোথায় যোগাযোগ করতে হবে?

সাধারণত গ্রামপঞ্চায়েত এবং বিডিও অফিসে যোগাযোগ করতে হয়, তবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের (MGNREGA) অধীন জব কার্ডের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar camp) আবেদন করা যাবে।



Job Card Online Apply West Bengal

তবে এবার আপনি বাড়িতে বসেই নিজের মোবাইলেও বানাতে পারবেন জবকার্ড। নিজের মোবাইল থেকেই জবকার্ডের জন্য আবেদন করতে পারবেন।

১) প্রথমে আপনাকে মোবাইল ফোনের প্লে স্টোর থেকে Umang App  ডাউনলোড করে নিতে হবে।

২) এরপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।

৩) এরপর সার্চ বারে সার্চ করুন Job Card লিখে আপনার সামনে Job Card এর অপশন চলে আসবে।

৪) এরপর Apply Job Card এ ক্লিক করে, নাম,ঠিকানা, বয়স, ফটো আপলোড করে সাবমিট করুন।

৫) সাবমিট হয়ে গেলে একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বার দিয়ে Job Card Status Check এ ক্লিক করে চেক করুন।

৬) জব কার্ড হয়ে গেলে Job Card Download এ ক্লিক করে, জব কার্ড নাম্বার বসিয়ে দিয়ে ডাউনলোড করে নিন।


Job Card Apply App Download Link:- Download