TET: শেষ মুহূর্তে পরীক্ষার স্থল সংশোধন করলো পর্ষদ
শেষ মুহূর্তে পরীক্ষার স্থল সংশোধন করলো পর্ষদ । কিছু পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা সংক্রান্ত বিভ্রান্তি ছিল, কিছু ক্ষেত্রে নাম ও ঠিকানা মেলেনি , কিছু ক্ষেত্রে ভুল বেরিয়েছে সেইসব ক্ষেত্র সংশোধন করলো West Bengal Board Of Primary Education। তাই নতুন করে পরীক্ষার কেন্দ্রগুলির নাম প্রকাশ করল পর্ষদ।
জানা যাচ্ছে যে সকল প্রার্থীর ঠিকানা ও কেন্দ্রের নাম ভুল ছিল তাঁদের জ্ঞাতার্থেই ঠিক করা ঠিকানা ও কেন্দ্রের নাম ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তাঁরা পর্ষদের সাইট থেকেই ডাউনলোড করে ফেলতে পারেন ভুল সংশোধন করা অ্যাডমিট কার্ড।
সংশোধিত তালিকায় আছে বীরভূম জেলার ২টি , কোচবিহার জেলার ১ টি, দার্জিলিং জেলার২ টি, হুগলি জেলার ৩ টি, মালদার ১ টি, মুর্শিদাবাদের ৩ টি, উত্তর ২৪ পরগনার ১০টি, পশ্চিম মেদিনীপুরের ৬ টি, পূর্ব মেদিনীপুরের ৪টি, পুরুলিয়ার ২টি, দক্ষিণ ২৪ পরগনার ৯ টি কেন্দ্রের সংশোধিত নাম।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ?
- প্রথমে পরীক্ষার্থীকে www.wbbpe.org-ওয়েবসাইটে যেতে হবে।
- 'অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট ২০২২'-এ ক্লিক করতে হবে '
- 'প্রিন্ট/ডাউনলোড' অ্যাডমিট কার্ড-এ ক্লিক করুন।
- রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিন
- ডাউনলোড করুন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊