Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary TET: টেট পরীক্ষার আগে সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল

টেটের আগে বড় বার্তা গৌতম পালের


Primary



১১ই ডিসেম্বর রাজ্যে প্রাথমিক টেট। আর সেই পরীক্ষা ঘিরে তুঙ্গে পর্ষদের প্রস্তুতি। এবছর টেটে বসছেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন প্রার্থী। মোট পরীক্ষাকেন্দ্র ১হাজার ৪৫৩টি। সব থেকে বেশি পরিমাণ পরীক্ষার্থী মুর্শিদাবাদ জেলায়। টেটের আগে আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে টেট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।



এদিন পর্ষদ সভাপতি জানান, কাল টেট নিয়ে আমাদের পাশাপাশি প্রশাসন সতর্ক আছে। চালু থাকবে হেল্পলাইন নম্বর। যদি কোনো পরীক্ষার্থী কোনো সমস্যায় পড়ে তবে সেই নম্বরে ফোন করে সাহায্য নিতে পারে। কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে পর্ষদ ও প্রশাসনের কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে বলেও জানান তিনি। আর তাই প্রশাসন সতর্ক রয়েছে। পর্ষদ প্রশাসন সবকিছুই নজরে রাখছে, সতর্ক আছে। কেউ যদি বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন, আমরা প্রশাসনকে বলব কড়া পদক্ষেপ করতে।



তিনি আরও বলেন, “বোর্ডের কাছে সমস্ত জেলা এবং পরীক্ষাকেন্দ্রের সমান গুরুত্ব। পর্ষদের সুনির্দিষ্ট প্রোটোকল মেনেই, গাইডলাইন মেনেই পরীক্ষা হবে সর্বত্র। সমস্ত পরীক্ষার্থীকে তা মানতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশনের পরই ক্লাসরুমে ঢোকার সুযোগ পাওয়া যাবে। টেট সংক্রান্ত বিধি যাতে অক্ষরে অক্ষরে পালিত হয় তার জন্য সেন্টার ইনচার্জ, অফিস ইনচার্জ, অবজারভার, জেলা প্রশাসনের জেলাশাসক, এডিএম, ডিআইয়ের কাছে আমরা নির্দেশ পাঠিয়েছি। ওনারা এই বিষয়টি যাতে সুনিশ্চিত করেন আবেদন জানানো হয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code