নিরাপত্তার দাবীতে আশা কর্মীদের বিক্ষোভ

asha worker



আবাস যোজনার সার্ভে করতে গিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে নানান বিশৃঙ্খলা, বেশ কিছু ঘটনা সামনে আসায় মুখ পুড়ছে সরকারের। এবার বাদ গেলো না জলপাইগুড়িও। আবাস যোজনায় নাম না থাকায় আশা কর্মীদের রাস্তায় ঘিরে রাখলো গ্রামবাসীরা।


আশাকর্মীরা জানিয়েছেন- আবাস যোজনার সার্ভে করতে গিয়ে গতকাল পাহাড়পুর গ্রামপঞ্চায়েত এলাকায় বিক্ষোভের মুখে পড়েন আশা কর্মীরা। তালিকায় নাম না থাকায় তাদেরকে অভিযুক্ত করে রাস্তায় দাঁড় করিয়ে ঘিরে ধরে গ্রামবাসীরা। এরপর দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। স্বাভাবিকভাবেই এতে সামাজিক সম্মানহানি হয় তাদের।


এই ঘটনার প্রতিবাদে এবং সমস্ত আশা কর্মীদের নিরাপত্তার দাবীতে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি বিডিও অফিসে জমায়েত হন আশা কর্মীরা। এরপর তারা নিরাপত্তার দাবী তুলে বিক্ষোভ দেখায় ।