Latest News

6/recent/ticker-posts

Ad Code

অশ্লীল আচরণ করায় গ্রেপ্তার-১

অশ্লীল আচরণ করায় গ্রেপ্তার -১ 

অশ্লীল আচরণ করায় গ্রেপ্তার -১


রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর :

নয় বছর বয়সী নাবালিকাকে অশ্লীল আচরণ করায় গ্রেপ্তার করা হলো সালানপুর থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামের বাসিন্দা এক ষাট বছর বয়সী টিউশন শিক্ষকে।

৩০ নভেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে পকসো সহ অন্যান্য ধারায় অভিযুক্ত করেছে। জানা যায় ওই শিক্ষক ইসিএলের অবসর প্রাপ্ত বয়স্ক ব্যাক্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়তো ওই নয় বছর বয়সী ছাত্রী। অভিযোগ,টিউশনি পড়তে যাওয়ার পরে ওই শিক্ষক ছাত্রীটির শরীরের গোপন স্থানে হাত দেয় সহ অন্যান্য কুকর্মের জন্য প্রস্তাব দেয় এবং অপকর্মের কথা ছাত্রীটি বাড়ি ফিরে তার ঠাকুমাকে বলে। তারপরেই পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়।পরিবারের তরফে দাবি করা হয় দোষীর কড়া শাস্তির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code