Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sahara India : সাহারা ইন্ডিয়ার আমানতকারীদের টাকা ফেরতের দাবি

সাহারা ইন্ডিয়ার আমানতকারীদের টাকা ফেরতের দাবি


Sahara India
 আমানতকারীদের টাকা ফেরতের দাবি



সাহারা ইন্ডিয়ার (Sahara India) আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আজ । বুধবার অখিল ভারতীয় জন কল্যাণ মঞ্চের উদ্যোগে এই সমাবেশ করা হয়েছে।

সমাবেশ শেষে মিছিল করে কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে সাহারা ইন্ডিয়াতে (Sahara India) আমানতকারী টাকা ফেরত পাচ্ছে না।এজেন্টদের বাড়ি গিয়ে আমানতকারীরা টাকা চাইছে। তাই সরকারি উদ্যোগে এই টাকা ফেরতের দাবিতে এই আন্দোলন করা হয়েছে।

বিক্ষোভকারীদের থেকে বলা হয়, যদি মোদি সরকার সাহারার টাকা ফেরত এর ব্যবস্থা না করে, তবে সরকার পাল্টে দেওয়ার পথে হাটবে বিক্ষোভকারীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code