Suvendu Adhikari: 'বাংলায় CAA হবেই' চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী
পঞ্চায়েত ভোটের আগে সরগরম বঙ্গ রাজনীতি। কৌশল সাজাতে ব্যস্ত প্রায় সব শিবিরই। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিজেপি-র হাতিয়ার সংশোধিত নাগরিকত্ব আইন। কিছুদিন আগে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষনা দিয়েছে কেন্দ্র। বাংলাতেও হবে CAA জানিয়েছিলেন বঙ্গ বিজেপিও। এবার ফের CAA করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার মুখে। এদিন CAA নিয়ে সরাসরি চ্যালেঞ্জ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "আপনারা জানেন, CAA বহু চর্চিত বিষয়। আমরা গর্বিত গুজরাতের একাধিক জেলাতে CAA কার্যকরের ব্যবস্থা হয়েছে। CAA কার্যকর হবে। কান খুলে ভাল করে শুনে নিন, মমতা ব্যানার্জি শুনে নিন, CAA কার্যকর হবে।"
২০১৯-এর লোকসভা নির্বাচনের পর ২০২১-এর বিধানসভা আর এবার পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালেও CAA কে হাতিয়ার করেছে বিজেপি। মতুয়া ভোটে নজর বিজেপির। এর আগে মতুয়া ভোটের জন্য মতুয়াদের মন জিততে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছুটে যান মতুয়াদের শ্রদ্ধেয় বড়মার কাছে। সম্প্রতি শুভেন্দু অধিকারী CAA নিয়ে বারেবারে মন্তব্য করেছেন। রাজ্যে সিএএ চালুই হয়ে গিয়েছে বলেও সম্প্রতি মন্তব্য করেন তিনি। মতুয়া ভোটকে সামনে রেখেই বিজেপি এবং দলের নেতারা এমন পন্থা নিচ্ছেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
বারবারই বিরোধীতা করে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কার্যত সেই বিরোধীতায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "CAA কার্যকর হওয়া শুধু সময়ের অপেক্ষা। ...এটা আমার পার্টির মত নয়, ব্যক্তি শুভেন্দুর মত। NRC চাই। নাগরিকপঞ্জী চাই।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊