Lionel Messi: মারাদোনার রেকর্ড ছুঁলেন মেসি

Lionel Messi


গোল করে মারাদোনাকে ছুঁলেন মেসি। সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর কাছে জয় পাওয়াটা বড় চ্যালেঞ্জ ছিল আর্জেন্টিনার। এদিন ঝলসে উঠলো মেসির পা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে জায়গা করে নিল আর্জেন্টিনা।



ম্যাচের ৬৪ মিনিটে বাঁ পায়ের দুরন্ত মাটি ঘেঁষা ভলিতে গোল করলেন আর্জেন্তিনার অধিনায়ক। গোল করার সাথে সাথেই ছুঁয়ে ফেললেন মারাদোনাকে। বিশ্বকাপে আর্জেন্তিনার জার্সিতে মারাদোনার মতোই ২১ ম্যাচে ৮ গোল মেসির। ফুটবলের রাজপুত্রের রেকর্ড ছোঁয়ার আগের দিনেই ছিল ফুটবল রাজপুত্র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।



মেসির জ্বলে ওঠার দিন নয়া তারকার সন্ধান পেল আর্জেন্টিনা। ২১ বছর বয়সী এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez) ম্যাচের ৮৬ মিনিটের মাথায় মেক্সিকো বক্সের বাঁদিকে ঢুকে পড়ে ডান পায়ের ইনস্টেপে গোলার মতো শট জালে জড়িয়ে দিলেন।



গ্রুপ সি-তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ড (Poland)। ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল আর্জেন্তিনা। সৌদি আরবের (Saudi Arabia) সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে মেসিরা। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেই শেষ ১৬-র টিকিট নিশ্চিত হয়ে যাবে।