Latest News

6/recent/ticker-posts

Ad Code

Gold : ড্রাইভারের বুদ্ধিতে বিপুল পরিমানে সোনার বিস্কুট উদ্ধার জলপাইগুড়িতে, আটক দুই

সোনার বিস্কুট উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ

gold bar



গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি‌র গোশালা মোড়ে অভিযান চালিয়ে চার চাকার একটি সন্দেহ‌জনক গাড়ি আটক করে উদ্ধার হয় ওই সোনা। সঙ্গে সঙ্গে ঘিরে দেওয়া হয় গাড়িটি‌কে। ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী। সোনা পাচারের ঘটনায় পুলিশ আটক করেছে দুজন পাচারকারীকে।

জানা গেছে , ধুপডুড়ি থেকে দুজন ব্যক্তি একটি গাড়ি রিজার্ভ করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাবার জন্য। মাঝপথে তারা চা খেতে নামে। গাড়ির ড্রাইভারের সেই দুজন ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। ময়নাগুড়িতে আসবার পর গাড়ির ড্রাইভার তেল নেওয়ার জন্য সেখানে গিয়ে লুকিয়ে জলপাইগুড়ির এক পরিচিত পুলিশ আধিকারিককে ফোন করে বিষয়টি জানায়। 

এরপর গোশালা মোরে এলেই গারিটিকে ঘিরে ধরে বিরাট পুলিশ বাহিনী। উদ্ধার হয় ১৪ টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার উপরে।  

জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রচুর পরিমাণ সোনা মিলেছে ধৃত দুই যুবকের কাছ থেকে। স্বর্ণকার এনে কষ্টিপাথর দিয়ে ঘষে পরীক্ষা করে দেখা গেছে উদ্ধার হ‌ওয়া সোনার বিস্কুটগুলো সব‌ই পাকা সোনা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code