কারখানার গেটের সামনে শ্রমিকের মৃতদেহ রেখে বিক্ষোভ


protest



আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ির ইন্ডিয়া পাওয়ার কার্যালয়ের সামনে ঠিকা শ্রমিকের মৃতদেহ রেখে বিক্ষোভ।

ঘটনার বিষয়ে যানা যায় স্থানীয় চিনাকুড়ি এলাকার বাসিন্দা সঞ্জয় ঠাকুর প্রায় দীর্ঘ ২০বছর থেকে ইন্ডিয়া পাওয়ার সংস্থায় ঠিকা শ্রমিকের কাজ করতেন। মৃত ঠিকা শ্রমিকের দাদা অশোক ঠাকুর অভিযোগ করেন তার ভাই সঞ্জয় ঠাকুরকে জোর করে ইন্ডিয়া পাওয়ার সংস্থার বয়লারে কাজ করাতেন এবং যার ফলে শারীরিক অসুস্থ হয়ে তার ভাই চিকিৎসাধিন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এবং মঙ্গলবার সকালে সঞ্জয় ঠাকুরের মৃতদেহ রেখে পরিবারের ও স্থানীয় লোকেরা ক্ষতিপূরণ এবং চাকরির দাবিতে বিক্ষোভ দেখায়।


ঘটনার খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও তৃর্ণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী ইন্ডিয়া পাওয়ার কতৃপক্ষর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং কতৃপক্ষর আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।