Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary TET: আদালতের নির্দেশে প্রাথমিক টেটের ফল প্রকাশ, ৮২ পেয়ে পাশের তালিকা এক ক্লিকেই

Primary TET: আদালতের নির্দেশে প্রাথমিক টেটের ফল প্রকাশ, ৮২ পেয়ে পাশ তালিকা এক ক্লিক 

WB Primary TET


চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের প্রাথমিক টেটে সংরক্ষিত প্রার্থীদের যারা ৮২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাঁদের তালিকা প্রকাশ করলো পর্ষদ। আজ পর্ষদের তরফে ২০১৭ প্রাইমারি TET পরীক্ষার্থী যারা ৮২ নম্বর পেয়ে টেট পাশ করেছেন তাঁর তালিকা প্রকাশ করা হল।




বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় অনুযায়ী ২০১৭ সালে পাশের নম্বর সহ তালিকা প্রকাশ করেছে পর্ষদ। এবার, খুব শীঘ্রই ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের জন্যও একটি তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে মোট পাশের সংখ্যা অনেকটাই বাড়বে।




২০১৭ সালের টেট পরীক্ষা হয়েছে ২০২১ সালে‌। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত হয় ফল। মোট ৯,৮৯৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। সবার প্রাপ্ত নম্বর আগেই তুলে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। আদালতের নির্দেশ মোতাবেক সংরক্ষিত শ্রেণিভুক্তরা ৮২ পেলেই তাঁদের পাশ হিসেবে গণ্য করা হয়েছে। আজ প্রকাশিত তালিকা থেকে জানা যায় ৭২২ জন চাকরি প্রার্থী টেট পাশ করলেন। সাধারণ শ্রেণিভুক্তদের ক্ষেত্রে ৯০ পেলে পাশ বলে ধরা হয়েছে।



আদালতের নির্দেশ মতো খুব শীঘ্রই ২০১৪ সালের টেট পালদের নম্বরের তালিকা দেওয়া হবে। পর্ষদ সভাপতি গৌতম পাশ জানিয়েছেন একটু সময় লাগবে‌।



তালিকা দেখতে ক্লিক করুন: CLICK HERE

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code