Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: দিনহাটা মহকুমা শাসকের বাংলোয় অনুপ্রবেশ এক ব্যক্তির, চাঞ্চল্য এলাকাজুড়ে

Dinhata News: দিনহাটা মহকুমা শাসকের বাংলোয় অনুপ্রবেশ এক ব্যক্তির, চাঞ্চল্য এলাকাজুড়ে

Dinhata SDO


দিনহাটা

দিনহাটার মহকুমা শাসকের বাংলোয় মঙ্গলবার রাতে এক ব্যক্তির অনুপ্রবেশকে ঘিরে চাঞ্চল্য ছরালো। মঙ্গলবার রাতে দিনহাটা মহকুমা শাসক রেহেনা বসিরের বাংলোয় এক ব্যক্তি ঢুকে পড়ে। অনুপ্রবেশের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল‌্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তিকে। 


ওই ব্যক্তির নাম জ্যোতিরিন্দ্র নাথ বিশ্বাস,তিনি দিনহাটা জামাদরবস এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দিনহাটা থানা সূত্রে খবর গতকাল রাতে হঠাৎই দিনহাটার মহকুমা শাসক রেহেনা বসিরের বাংলোর পেছনে থাকা দেওয়াল ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে।



এরপরেই মহকুমা শাসক তার নিরাপওা রক্ষীদের খবর দিলে তারা তৎক্ষণাৎ দিনহাটা থানায় খবর দেয়।এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।আজ ওই ব্যাক্তিকে দিনহাটা আদালতে হাজির করে পুলিশ। দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code