Primary TET Admit Card: ডাওনলোড হচ্ছে না প্রাথমিক TET এর অ্যাডমিট কার্ড, চরম উৎকণ্ঠায় পরীক্ষার্থীরা
১১ই ডিসেম্বর রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা। পূর্ব ঘোষণামতন গতকাল বিকাল থেকেই Admit Card ডাওনলোড শুরু হয়। প্রথম অবস্থায় ডাওনলোড হলেও অতিরিক্ত ট্রাফিকে সার্ভার সমস্যা দেখা দেয় । রাত জেগেও বেশিরভাগ পরীক্ষার্থী ডাওনলোড করতে পারেনি Admit Card.
গতকাল বিকালের দিকে পরীক্ষার্থীদের একাংশ ডাওনলোড করেছে Admit Card. এখনো পর্যন্ত পাওয়া খবরে সকলেরই বাড়ির কাছে পরেনি পরীক্ষা সেন্টার।
Admit Card Download : https://www.wbbpeonline.com/ এর জন্য প্রথমে এই সাইটে গিয়ে Teacher Eligibility Test 2022 এ ক্লিক করুন। এরপর Print/Download Admit Card এ ক্লিক করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊