রাষ্ট্রপতিকে অখিল গিরির অবমাননাকর মন্তব্য অন্যায়, বার্তা মমতার


Mamata Banerjee

রাষ্ট্রপতিকে (President) অখিল গিরির (Akhil Giri) অবমাননাকর মন্তব্য ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। এর মাঝেই এবার অখিল গিরি মন্তব্যের প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।




রাষ্ট্রপতিকে অখিল গিরির অবমাননাকর মন্তব্য নিয়ে ক্ষমাও চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে বলেন, 'অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।'




পুরুলিয়ায় কারামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তাঁর গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে বিজেপির। অন্যদিকে, রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যে বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।




অখিল গিরির মন্তব্য প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘বীরবাহা হাঁসদা আদিবাসী পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার জন্য, সেটা কি ঠিক? কাউকে দাঁড়কাক বলা কি ঠিক? অন্যায় মন্তব্য সমর্থন করি না।’