MP & HS Certificate Online: সুখবর! এখন অনলাইনেই মিলবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট 


School students



সুখবর! এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা। দিন যত গড়াচ্ছে সবকিছু অনলাইনের দিকে ঝুঁকছে। এবার রাজ্য সরকারের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট অনলাইনে পাওয়া যাবে। এরজন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি নতুন ওয়েবসাইটের সূচনা করেছেন।



নতুন এই পোর্টালের নামে দেওয়া হয়েছে বাংলার iCloud। এই পোর্টালের মাধ্যমে শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেটই নয় আরো অন্যান্য সুবিধা রয়েছে।




সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, গত ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সকল মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র- ছাত্রিরাই তাদের সংশা পত্র সহজেই ওই অনলাইন পোর্টাল থেকে ডাউন লোড করে নিতে পারবেন।



ছাত্র- ছাত্রীদের প্রথমে যেতে হবে সরকারি বাহবে চালু হওয়া ওয়েব সাইট http:// banglarcloud.gov.in -এ । সেখান থেকে সরাসরি যাওয়া যাবে digilocker এ। নাম ,ফোন নম্বর , আঁধার নম্বর ইত্যাদি দিয়ে নাম নথিভুক্ত করে সহজেই মিলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।