Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News : হাউসিং ফর অল প্রকল্পে ঘরের কাজ খতিয়ে দেখতে দিনহাটায় কেন্দ্রীয় তদন্তকারী দল

Dinhata News :হাউসিং ফর অল প্রকল্পে ঘরের কাজ খতিয়ে দেখতে দিনহাটায় কেন্দ্রীয় তদন্তকারী দল

dinhata municipality


Dinhata News : ২০২০ সাল থেকেই দিনহাটায় 'হাউসিং ফর অল প্রকল্প' নিয়ে অভিযোগ তুলেছিলো সিপিআইএম । ২০২০ সালের ২২ জুন CPI(M) দিনহাটা এরিয়া কমিটি তৎকালীন দিনহাটার পৌর প্রশাসকের কাছে  ডেপুটেশনো দেয়। তারা এই প্রকল্পে অতিরিক্ত ২০ হাজার টাকা নেওয়ারও অভিযোগ করেন। 


সম্প্রতি হাউসিং ফর অল প্রকল্পে ঘরের কাজ খতিয়ে দেখতে দিনহাটায় এসেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। ইতিমধ্যে ওই দল একাধিক অনিয়মের হদিশ পেয়েছে বলে সূত্রের খবর। 


এই প্রসঙ্গে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমকে জানান সরকারি নিয়ম মেনেই দিনহাটা পুরসভায় ঘর বিলিবন্টন করা হয়েছে। বিরোধীরা তৃণমূল পরিচালিত পুরসভাকে কালিমালিপ্ত করতে চক্রান্ত শুরু করেছে।


ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন - Video News 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code