Latest News

6/recent/ticker-posts

Ad Code

Fatima Sana Sekh: জটিল রোগে আক্রান্ত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ

জটিল রোগে আক্রান্ত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ

Fatima Sana Sekh




জটিল রোগে আক্রান্ত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বলিউডে নিজেকে বেশ কয়েকবছর ধরে নিজের জায়গা পোক্ত করেছেন ফাতিমা। নজর কাড়েন দঙ্গল সিনেমা দিয়ে। একে একে 'ঠগস অফ হিন্দুস্তান', 'লুডো' কিংবা 'থর', 'চাচি ৪২০', 'ওয়ান টু কা ফোর', 'ইশক'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনে নিজের অসুস্থতার কথা সামনে আনলেন অভিনেত্রী।




ফতিমা জানান, তিনি এপিলেপ্সি (Epilepsy) বা মৃগী রোগে আক্রান্ত। চিকিতসা চলছে। তিনি বলেন, 'আমি যা কিছু তাই এখন করতে পারি। তবে, একটা সময় বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি। যা আমাকে কিছুটা ধীর গতির করে দিয়েছে।"



তিনি আরো বলেন যে, "তবে, আমি সৌভাগ্যবান, আমি যাঁদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, তাঁদের সঙ্গে কাজ করে ফেলেছি। আর আমার অসুখ কখনওই আমার প্যাশন, আমার কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার সময় কখনও আমি বাধা অনুভব করিনি। আরও ভালো করে বললে, এই কঠিন পরিস্থিতিগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।"



মৃগী রোগে আক্রান্ত রোগীদের জুতো শোকালে ঠিক হয়ে যায় এমন ধারনাকে ভুয়ো বলেছেন ফাতিমা সানা শেখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code