ভারতের সাধারণতন্ত্র দিবসের ইতিহাসে প্রথমবার, প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট 

Egypt President
Abdel Fattah El-Sisi, Egypt President 



২৬শে জানুয়ারি দেশের সাধারণতন্ত্র দিবস। আর আগামী বছরের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাট্টা আল সিসিকে (Egypt President)। বিদেশ মন্ত্রকের তরফে এই ঘোষনা দেওয়া হয়েছে। এবছর দুইদেশের কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছর পূর্ণ করেছে। ভারত ও মিশরের মধ্যে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 



ভারতের ইতিহাসে প্রথমবার সাধারণতন্ত্র দিবসে মিশরের প্রেসিডেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাট্টা আল সিসি ভারতের সাধারণতন্ত্র দিবসের অতিথি হয়ে আসবেন। ২০২৩ সালের অনুষ্ঠানে তিনিই প্রধান অতিথি। প্রথমবার মিশরের রাষ্ট্রনেতা ভারতের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে চলেছেন।” 



গত দুবছর করোনার কারনে ভেস্তে গেছে সাধারণতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। ২০২১-এ আমন্ত্রিত ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন, ২০২২-এ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের রাষ্ট্রপ্রদান আমন্ত্রিত থাকলেও করোনার কারনে বাতিল হয় অনুষ্ঠান। এর আগে, বারাক ওবামা, ভ্লাদিমির পুতিনের মতো রাষ্ট্রনেতারা ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন। প্রথমবার সেই আসনে বসতে চলেছেন মিশরের প্রেসিডেন্ট।