Latest News

6/recent/ticker-posts

Ad Code

Debangshu Bhattacharya: যুব কমিটির থেকে বাদ দেবাংশু! ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও করলেন ডিলিট

যুব কমিটির থেকে বাদ দেবাংশু! ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও করলেন ডিলিট 


debangshu bhattacharjee



যুব তৃণমূলের রাজ্য কমিটি প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতে নেই দেবাংশু ভট্টাচার্য। কমিটিতে নাম নেই ২ বছরের সাধারণ সম্পাদকেরই! পদ হারাতেই ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট দেবাংশুর।


এদিন, সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া ইয়ুথ তৃণমূল কংগ্রেস। তার বাংলা করলে দাঁড়ায়, যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লাম। এরপরেই রাজনৈতিক অন্ধরে উঠছে প্রশ্ন। যুব তৃণমূলের পদ হারানোয় কি অভিমান করে লিখেছেন দেবাংশু? নাকি পঞ্চায়েত নির্বাচনের আগে দলের মূল সংগঠনে কোনো দায়িত্ব পাচ্ছেন দেবাংশু। 



যদিও পরে পোস্ট মুছে দেন দেবাংশু। 

দলের যুব কমিটির তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সভাপতি পদেই রয়েছেন সায়নী ঘোষ। অর্পন সাহা, সোহম চক্রবর্তী, সুশান্ত মাহাত, শুভঙ্কর সিংহ সহ সভাপতি। সব মিলিয়ে ৪৭ জনের কমিটি ঘোষনা করেছে তৃণমূল। তৃণমূলের যুব কমিটিতে না থাকলেও তৃণমূলের মুখপাত্র রয়েছেন দেবাংশু। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code