Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Recruitment: জট বাড়লো উচ্চ প্রাথমিক নিয়োগে

SSC Recruitment: আরো এক মাস উচ্চ প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ জারি হাইকোর্টের


highcourt



জট বাড়লো স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক নিয়োগে। কর্মশিক্ষা, শারীরশিক্ষার শিক্ষক নিয়োগে আরও এক মাস স্থগিতাদেশ বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট। এর আগে ১৮ই নভেম্বর স্থগিতাদেশ জারি করেছিল বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপর, আজ আরো একমাসের জন্য কর্মশিক্ষা, শারীরশিক্ষার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।



উচ্চ প্রাথমিকের দুই বিভাগে অতিরিক্ত ১৬০০ শূন্যপদ নিয়োগে মামলা গড়িয়েছে হাইকোর্টে। অবৈধ ভাবে চাকরি পাওয়া ‘শিক্ষক’দের বাঁচাতেই এই শূন্যপদ তৈরি করা হয়েছিল অভিযোগ তুলে হয় মামলা সেই মামলার শুনানিতে হাই কোর্ট জানিয়ে দিল আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত উচ্চ প্রাথমিকের প্রথম এসএলএসটির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে কোনও শিক্ষক নিয়োগ করতে পারবে না এসএসসি।




স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ মোট ১,৬০০ চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার কথা ঘোষণা করেছিল। এরমধ্যে কর্মশিক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ৭৫০ এবং শারীরশিক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ৮৫০। কাউন্সেলিং প্রক্রিয়ায় নির্বাচিত চাকরিপ্রার্থীদেরই সুপারিশপত্র দেওয়া হবে বলে জানায় এসসিসি। সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code