Latest News

6/recent/ticker-posts

Ad Code

Upper Primary: SSC মামলায় ফের নয়া মোড়, উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

Upper Primary: হাইকোর্টের স্থগিতাদেশের জেরে প্রায় সাড়ে ৭০০ চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে ফের জট







SSC মামলায় ফের নয়া মোড়, উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। মঙ্গলবার এক আবেদনকারীর মামলার পরিপ্রেক্ষিতে উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশে আটকে গেল প্রায় ৭৫০ জনের চাকরি।



উচ্চ প্রাথমিকে (Upper Primary) শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয় ২০১৬ সালে, ২০১৭ এ লিখিত পরীক্ষা এবং ২০১৮ এ ইন্টারভিউ হয়। চলতি বছরের অক্টোবরে কর্মশিক্ষক ও শারীরশিক্ষকদের অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। তারপর ওয়েটিং লিস্ট প্রকাশ হলে অভিযোগ ওঠে। কম নম্বর পাওয়া পরীক্ষার্থীর নাম ওয়েটিং লিস্টে আছে বলে সোমা রায় নামে এক চাকরিপ্রার্থী অভিযোগ তুলে মামলা হয় আদালতে।



মঙ্গলবার শুনানিতে কীসের ভিত্তিতে অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হল? কমিশনের কাছে জানতে চেয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ নিয়োগে স্থগিতাদেশ দেয়। কর্মশিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হাই কোর্টের স্থগিতাদেশের জেরে প্রায় সাড়ে ৭০০ চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে ফের জট তৈরি হল।মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। ততদিন পর্যন্ত কোনও চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দিতে পারবে না স্কুল সার্ভিস কমিশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code